স্পোর্টস ডেস্ক:: শান্ত, মুমিনুল, মোহম্মদ মিঠুনরা সফরকারী ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করলেন। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলকে মাত্র ১১২ রানে অলআউট করে দিয়েছে ভার ‘এ’ দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ভারতের দুই ওপেনারই তুলে নিয়েছেন ১২০ রান। কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে সফরকারী ‘এ’ দল।
কক্সাবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ভারতের বোলারদের তোপের মুখে পড়ে মিঠুন-শান্তরা। দলীয় রান ত্রিশের কোটা পেরুনোর আগেই অর্ধেক উইকেট হারায় স্বাগতিকরা্ ২৬ রানেই প্যাভেলিয়েন ফিরেন পাঁচ ব্যাটার।
ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ‘এ’ দল মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে চড়ে শতক পার করে। হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের মান রক্ষা করেন এই ব্যাটার। ছয় চার ও তিন ছক্কায় ৮৮ বলে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১২ রান আসে তাইজুলের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ্। ওপেনার জয়ের সংগ্রহ ১ রান। আরেক ওপেনার জাকি হাসান খুলতে পারেননি রানের খাতা। মুমিনুলের ৪ রান। অধিনায়ক মিঠুনও ফিরেন শুন্য রানে। ৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটার অনীক। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১১২ রানে।
ভারত ‘এ’ দলের হয়ে সুরাবা কুমার ৪টি, সাইনি ৩টি করে উইকেট লাভ করেন।
নিজেদের প্রথম ইনিংস খেলতে নামা ভারত ‘এ’ দল বাংলাদেশ ‘এ’ দলকে হতাশ করে প্রথম দিন। কোনো উইকেট হারাতে হয়নি তাদেরকে। দুই ওপেনার উদ্বোধনী জুটিতেই তুলে নিয়েছেন ১২০ রান। ৬১ রানে জাসওয়াল ও ৫৩ রানে এসওয়ারেন অপরাজিত আছেন। আগামিকাল বুধবার অপরাজিত থাকা দুই ওপেনার আবারো ব্যাট করতে নামবেন দ্বিতীয় দিনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0