স্পোর্টস ডেস্কঃ চলমান কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে পোলিশরা। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় ১টায় শুরু হবে দুই দলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।
হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে প্রশ্ন উঠল, রবার্ত লেভানডফস্কি কি এখন লিওনেল মেসির পর্যায়ে? এমন প্রশ্নে একটু বিরক্তই হলেন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘সে (লেভা) উঁচু মানের একজন খেলোয়াড়। একজন ফুটবলপ্রেমী হিসেবে তাকে খেলতে দেখাটা আনন্দের এবং বড় এক প্রাপ্তিও। সে মেসির সম-পর্যায়ের কি-না? এমন দারুণ এক খেলোয়াড়কে উপভোগ করা উচিত। একজনের সঙ্গে আরেক জনের তুলনা করার কি দরকার। এটা কোনো কাজেও আসে না।’
চলতি বিশ্বকাপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট সমান ৩, তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে মেসিরা। ১ পয়েন্ট নিয়ে তলানিতে মেক্সিকো। আজকের ম্যাচে পোলিশরা ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত করতে পারবে। অন্যদিকে হারলে বিদায় নেবে আলবেসেলিস্তেরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০