স্পোর্টস ডেস্ক:: প্রতিবেশী দেশ ওয়েলসের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিলো ইংল্যান্ডের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। মাঠে দাপট দেখিয়ে তাই এগিয়ে যাওয়া হয়নি ইংলিশদের। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয়েছে তাদেরকে।
ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। তবে ফোডেন সেই সুযোগ মিস করায় আর এগিয়ে যাওয়া হয়নি। ডি বক্সে ফোডেন বল পান। তিনি বাঁ পায়ে শটও নেন। কিন্তুু তা চলে যায় জালের বাইরে দিয়ে। ইংলিশদের তাই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয়েছে।
প্রথমার্ধের পুরােটা সময় ইংল্যান্ড আধিপত্য দেখিয়েছে। ম্যাচের ৭৪ শতাংশ সময় বল তাদের পায়ে ছিলো। ৩৬৫টি পাস দিয়েছেন ইংলিশরা। বিপরীতে তাদের প্রতিপক্ষ ওয়েলস ২৫ শতাংশ সময়ে মাত্র ১৩১টি পাস দিয়েছেন।
ইংল্যান্ডের ৩টি শটের দু’টিই ছিলো অন টার্গেটে। ওয়েলস একটি শট নিলেও তা অন টার্গেটে রাখতে পারেনি। দুই প্রতিবেশী দেশ ক্রিকেটে এক হয়ে খেললেও ফুটবল খেলে পৃথক দেশ হয়েই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০