স্পোর্টস ডেস্ক:: ‘ড্র’ করলেও নিশ্চিত বিদায় হতে হতো। জয়ের কোনো বিকল্প না যুক্তরাষ্ট্রের সামনে। এমন ‘কঠিন’ সমীকরণের ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সটিনে গেলো আমেরিকা।
‘ক্যাপ্টেন আমেরিকার ‘ একমাত্র গোলেই কাতার বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে আমেরিকা। পুলসিকের করা গোলেই ইরানের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের অন্তিম সময়েও গোলের সুযোগ মিস করেছে ইরানিরা। ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গী হলো তারা।
বিশ্বকাপের সুপার সিক্সটিনে খেলতে হলে ইরানের বিপক্ষে জিততেই হবে আমেরিকাকে। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে ইরানকে। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফিরে ইরান।
প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছিলেন ইরানের খেলোয়াড়েরা। প্রথমার্ধের বেশির ভাগ সময় তারা সফলও হন। তবে একদম শেষ দিকে গিয়ে গোল হজম করে বসে দলটি। বিরতির আগেই তাই লিড নিয়েছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৩৮তম মিনিটে পুলিসিকের গোলে লিড নেয় যুক্তরাষ্ট্রের। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে দলটি। ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে ইরানের বিপক্ষে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দলটি। নিজেদের রক্ষণ সামলাতে রীতিমতো ঘাম ঝড়ছে ইরানিদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইরান নিজেদের রক্ষণ সামলিয়ে আক্রমণে উঠে। বেশ কয়েকটি আক্রমণও করে দলটি। তবে শেষ পর্যন্ত তাদেরকে হারতেই হলো। ‘ড্র’ করে সুপার সিক্সটিনে যাওয়ার সুযোগ থাকলেও ১-০ গোলের হারে কাতার থেকে বিদায় নিতে হলো তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০