স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া আগের দুই ম্যাচে কোনো গোলই করতে পারেনি কাতার বিশ্বকাপে। অথচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই বিশ্বকাপ মিশন শেষ করলো দুর্বল তিউনিসিয়া।
প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দারুণ খেলে তিউনিসিয়া। ম্যাচের প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়ন কোনো সুযোগ করতে পারেনি। নিজেদের রক্ষণ আগলে রাখে তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা এগিয়ে যায়। ম্যাচের ৫৮তম মিনিটে ওহাবী খাজরীর দারুণ গোলে তিউনিসিয়া লি নেয় ১-০ গোলের।
বিশ্বকাপে গ্রুপের শেষ পর্বের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয় তিউনিসিয়া। কিলিয়ান এমবাপেদের প্রথমার্ধে পর্যন্ত আটকে রাখে প্রতিপক্ষ দলটি। ফরাসি কোচ শুরুতে প্রথম একাদশ মাঠে নামেননি। সুপার সিক্সটিন আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয় সারির একাদশ মাঠে নামান তিনি। এমবাপেদের মতো বড় তারকারা ছিলেন না শুরুর একাদশে।
তবে ফরাসি কোচ গোল হজমের পর বড় তারকাদের মাঠে নামান। কিলিয়ান এমবাপে মাঠে নামলেও ম্যাচের ফলাফল পাল্টাতে পারেননি। কাতার বিশ্বকাপে প্রথম জয় নিয়েই রোমাঞ্চকর ম্যাচে বিশ্বকাপ শেষ করেছে তিউনিসিয়া।
শেষ দিকে ফ্রান্স তিউনিসিয়ার জালে অবশ্য বল পাঠায়। অতিরিক্ত সময়ের অন্তিম মূহুর্তে ফ্রান্স গোল শোধ করে দেয়। ভিএআর রেফারি গোলটি বাতিল করলে তিউনিসিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। কাতার বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা দলটি।
বল দখলের লড়াইয়েও তারা ছিলো পিছিয়ে। ম্যাচে ৩৪ শতাংশ সময় বল তাদের দখলে ছিলো। ৬৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও হারতে হলো ফ্রান্সকে। ফরাসিদের ৬১১টি পাসের বিপরীতে তিউনিসিয়ার পাস ছিলো মাত্র ৩১২টি। তিনটি শট অন টার্গেটের একটি গোল আদায় করেছে দলটি। ফরাসিরাও তিনটি শট নিয়েছে। তবে একটিতেও গোল পেলো না। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে তারা সুপার সিক্সটিনে গেলো।
কাতার বিশ্বকাপের শেষ ষেলো অনেকটাই নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের। তিউনিসিয়ার সেই সম্ভাবনাও ছিলো না। আগের দুই ম্যাচের দু’টি হেরে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায় আগেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০000