স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দেন কাইরন পোলার্ড। তবে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি তাকে ছাড়েনি। দলের ব্যাটিং কোচ হিসেবে রেখে দিয়েছে। এবার একই পথে হাঁটলেন ডোয়াইন ব্রাভো।
আইপিএল থেকে বিদায় নিয়েছেন এই ক্যারিবিয়ান পেস বোলিং অলরাউন্ডার। কিছুদিন আগে চেন্নাই সুপার কিংসের প্লেয়ার্স রিটেশন লিস্টে দেখা যায়নি তাঁকে। এবার নিলামের জন্য তালিকা তৈরি হয়েছে, সেখানেও দেখা গেল না এই তারকাকে। নাম নিবন্ধন করেননি ব্রাভো।
যার ফলে নিশ্চিতভাবেই আইপিএলের আগামী মৌসুমে খেলা হচ্ছে না ৩৯ বছর বয়সী ব্রাভোর। এমনটা হওয়ার পরই আরও এক চমকপ্রদ খবর মিলে। চেন্নাই সুপার কিংস নিজেদের বোলিং কোচ হিসেবে ডোয়াইন ব্রাভোর নাম ঘোষণা করেছে। আগামী মৌসুমে আইপিএলের সফল ফ্র্যাঞ্চাইজিটিতে নতুন ভূমিকায় দেখা যাবে এই তারকাকে।
চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ মূলত লক্ষিপতি বালাজি। তবে ব্যক্তিগত কারণে আইপিএলের আগামী মৌসুম থেকে তিনি বিরতি নিয়েছেন। যার ফলে সেই জায়গা ব্রাভোকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির (১৮৩) অভিজ্ঞতা এবাড় ভিন্নভাবে কাজে লাগাবে চেন্নাই সুপার কিংস। এবারই প্রথম কোচিং পেশায় যুক্ত হচ্ছেন ব্রাভো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা