স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমূখি হতে যাচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। সোমবার দিবাগত রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪’এ শুরু হবে ম্যাচটি। রাউন্ড অব সিক্সটিনের এই ম্যাচকে ঘিরে অপেক্ষার প্রহর গুণছে সমর্থকরা।
তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলা হলেও, ভয় পাচ্ছে না দক্ষিণ কোরিয়া। দলটির কোচ পাওলো বেন্তো জানিয়েছেন, তারা লড়াই করার জন্য প্রস্তুত। ব্রাজিলকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেমন বিশ্বমানের ফুটবলার আছে, তেমনই নিজেদেরও আছে বলে জানান পর্তুগিজ এই কোচ।
ব্রাজিলকে হুঙ্কার দিয়ে রেখে বেন্তো বলেন, ‘বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় করি না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখিয়ে দিতে চাই, আমরা জিততে এসেছি। প্রতিদ্বন্দ্বীতা করতে চাই আর শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা