নিজস্ব প্রতিবেদক:: ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে যেতে হয়েছিলো হাসপাতালে। সেই রোহিত শর্মা শেষ পর্যন্ত হাতে ব্যান্ডেজ নিয়েই ব্যাট করতে নেমেছেন। ভারতের ৭ম উইকেট পতনের পর ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক রোহিত শর্মা।
২৭২ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী ভারত। সিরিজ বাঁচাতে লড়ছে দলটি। ৪৩তম ওভারের চতুর্থ বলে ২০৭ রানের মাথায় সপ্তম উইকেটে শার্দুল ঠাকুরের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন রোহিত। এসময় তার হাতের বুড়ো আঙ্গুলে গ্লাভস কেটে ব্যান্ডেজ করা দেখা যায়।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এক দিনের ম্যাচে চোট পেয়েছেন। এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান তিনি। এরপরই বেরিয়ে যান মাঠ থেকে।
হাতের অবস্থা পর্যবেক্ষণে তাঁকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগে ফিল্ডিংয়ে নামা রোহিতের দল দারুণ শুরু করে। ইনিংসের ১০ ওভারে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন এনামুল হক বিজয়। রোহিত ক্যাচ মিস করেন। বল হাতে লাগলে তিনি চোট পান। যদিও পরের বলেই এলডাব্লিউ’র হয় মাঠ ছাড়েন বিজয়।
এরপরই রোহিত শর্মা মাঠের বাইরে চলে যান। তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। ভারতীয় টিম ম্যানেজম্যান্ট অবশ্য এখনো রোহিতের ইনজুরি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। হাতের অবস্থা পরীক্ষা করাতেই নেওয়া হয়েছে হাসপাতালে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি স্বাগতিক বাংলাদেশ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ চলছে মিরপুরে। শেষ ম্যাচটি ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00