স্পোর্টস ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। পচেফস্ট্রুমে এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আমিরাত। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে আমিরাত। জুনিয়র টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে বেশিরভাগই উইকেটে নাজেহাল হয়েছেন। সর্বোচ্চ ২৯ রান করেছেন ওপেনার লাবণ্য কেনি। তবে সেটি করতে একাই ৪৬ বলে খেলে ফেলেন, হাঁকান ৩টি বাউন্ডারি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন মাহিকা গৌর। এই দুই জনের বাইরে আর কেউই ব্যক্তিগত রানের কোটা দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি। জিততে হলে বাংলাদেশকে তাই করতে হবে এখন মাত্র ৭০ রান।
বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ১৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন রাবেয়া খান। ১৬ রান দিয়ে মারুফার শিকার ২ উইকেট। ১টি করে উইকেট লাভ করেন দিপা, শিখা ও স্বর্ণা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা