স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে জিতল পিএসজি। শনিবার লিগ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে প্যারিসের দলটি। এ জয়ে লঁসকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ক্রিস্টোফার গালতিয়ের দল। ম্যাচে পেনাল্টি সেভ করে দলের জয়ে বড় অবদান রাখেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
নিজেদের মাঠে ৩০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। গোল করেন দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার। লিওনেল মেসির পাস থেকে বাঁ-পায়ের জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ৯ ম্যাচে দশম গোল এটি নেইমারের।
৭০তম মিনিটে পিএসজির প্রেসনেল কিম্পেম্বে নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্লিমানির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে আরেকটি দুর্দান্ত সেভ করেন এই ইতালিয়ান গোলরক্ষক।
এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০