নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দল গঠনের জন্য আগ্রহী ক্রিকেটাররা রিপোর্ট করেছেন। সিলেট জেলার এই তিনটি বয়স ভিত্তিক দলের আগ্রহী হয়েছেন ৫শ৫৪ জন ক্রিকেটার।
শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে ক্রিকেটাররা রিপোর্ট করেছেন। আগামিকাল রোববার থেকে বাছাই কার্যক্রম শুরু হবে।
প্রথম দিন শনিবার অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে সর্বাধিক সংখ্যক আগ্রহী তরুণ ক্রিকেটার নাম তালিকাভূক্ত করেছেন। অনুর্ধ্ব- ১৬ ক্রিকেট দলের জন্য ২শ৬০ জন ক্রিকেটার রিপোর্ট করেছেন। অনুর্ধ্ব- ১৮ তে সর্বনিম্ন ১শ৩০ ক্রিকেটার রিপোর্ট করেছেন।
সিলেট জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের জন্য ১শ ৬৪, অনুর্ধ্ব- ১৬ ক্রিকেট দলের জন্য ২শ ৬০ ও অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের জন্য ১শ৩০ ক্রিকেটার নাম তালিকাভূক্ত করেছেন।
সিলেট জেলা অনুর্ধ্ব- ১৪ ক্রিকেট দলের কোচ মোঃ মারুফ হাসান, অনুর্ধ্ব- ১৬ ক্রিকেট দলের কোচ রিংকু সরকার ও অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের কোচ হলেন মোঃ রানা মিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০