স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট দল ২১ সেপ্টেম্বর ঢাকায় আসছে। সফরকালে তিনটি একদিনের ম্যাচ খেলবে দলটি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে।
দিবা রাত্রির সবগুলো ম্যাচই প্রতিদিন শুরু হবে দুপুর আড়াইটায়। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো মিরপুরে। প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০