নিজস্ব প্রতিবেদকঃ মর্যাদা সাদা পোশাকে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে অধিনায়কত্বের তালিকায় নাম লেখানো এই ব্যাটার দেখা পেয়েছেন ফিফটির। অধিনায়ক হিসেবে প্রথম ফিফটি তাঁর।
মিরপুরে তৃতীয় দিনের চা বিরতি থেকে ফিরেই ক্যারিয়ারের ১৬তম টেস্ট ফিফটির দেখা পান লিটন। জহির খানকে প্যাডল সুইপে মারা চারে মাইলফলকে পৌঁছে গেছেন বাংলাদেশ অধিনায়ক। ৫৩ বলে ৮ চারে ১৬তম ফিফটি স্পর্শ করেন তিনি।
এর আগে ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমদিন ৫ উইকেটে ৩৬২ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়দিন মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বল হাতে স্বাগতিকরা ছিল দুর্দান্ত। মাত্র ১৪৬ রানে অলআউট করে দেয় আফগানদের।
প্রথম ইনিংস থেকে ২৩৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে গত দিনের ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। গতকালের দুই অপরাজিত ব্যাটার উইকেটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তায়ই পায়নি আফগান বোলাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post