স্পোর্টস ডেস্ক:: আইসিসি বা এসিসির বৈশ্বিক ইভেন্টে ভারতের কাছে পাকিস্তানের হার যেনো নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে আরো একবার ভারতের কাছে হারলো পাকিস্তান। গ্রুপ পর্বে হারের পর এবার সুপার ফোরে হার ৬ উইকেটের।
ভারতের সাথে পাকিস্তান সবশেষ কবে জিতেছে, সেটা রীতিমতো গবেষণা করে বের করতে হবে। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ ক্রমেই এক পেশে হয়ে যাচ্ছে। ভারতের কাছে পাকিস্তানের হার যেনো স্বাভাবিক হয়ে উঠছে।
দুবাইয়ে আগে ব্যাট করা পাকিস্তান ফারহানের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭১ রান তুলে। জবাবে খেলতে নামা ভারত অভিষেক শর্মা ও শুভমান গিলের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে আরো একবার পরাজয়ের স্বাদ দেয় পাকিস্তানকে।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুটা ভাল করেনি। বিতর্কিত আউটে ওপেনার ফখর জামান ফিরে যান দলীয় ২১ রানেই। নয় বলে করেন মাত্র ১৫ রান। আরেক ওপেনার ফারহান দলকে এনে দেন মাঝারি সংগ্রহ। খেলেন ৫৮ রানের ইনিংস সর্বোচ্চ ইনিংস। ৪৫ বলের ইনিংসে তিনটি ছক্কা ও পাঁচটি চার হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন নওয়াজ। ২০ রান এসেছে ফাহিম আশরাফের ব্যাট থেকে।
ভারতের হয়ে শিবাম দুবে ২টি উইকেট লাভ করেন।
১৭২ রানের টার্গেটে খেলতে নামা ভারত দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলের ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়ে্। তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন গিল। ৪৭ রানের ইনিংস খেলেন ২৮ বল, বাউন্ডারি হাঁকান আটটি। আরেক ওপেনার অভিষেক শর্মা ৭৪ রানের নান্দনিক এক ইনিংস খেলেন। ৩৯ বলের ইনিংসটি সাজান পাঁচটি ছক্কা ও ছয়টি চারে। ৩০ রানে অপরাজিত থাকেন তিলক বার্মা। ইনিংসের সাত বল আগে চার উইকেট হারিয়ে জিতে যায় ভারত।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০