স্পোর্টস ডেস্ক:: টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। হুমকি দেওয়ার মতো কাজও অতীতে করে রেখেছে আফগানরা। প্রথম দেখায়ই টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ছিলো দলটি। এবার তাই দ্বিতীয় দেখায় আফগান অধিনায়কের হুঙ্কার, তারা ভালো ক্রিকেট খেলতে আসেননি, এসেছেন জিততে।
ঢাকায় পৌঁছানো আফগানিস্তান সোমবার অনুশীলন করেছে মিরপুরের হোম অব ক্রিকেটে। তবে বৃষ্টি বেশ ভুগিয়েছে দলটিকে। বৃষ্টির কারণে প্রস্তুুতিটা ঠিকমতো হয়নি অতিথিদের। ক্রিকেটের রঙিন পোশাকের মতো সাদা পোশাকে অতটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না আফগানরা। সবশেষ টেস্ট খেলেছে প্রায় তিন বছর আগে।
এবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট শুরুর আগে অনুশীলনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। সেখানেই জানিয়েছেন, তারা জিততে চান। জেতার জন্যই এসেছেন। সাংবাদিকদের তিনি বলেন ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা এখানে শুধু ভালো ক্রিকেট খেলতে আসিনি। জিততেও চাই। আমাদের টেস্ট খেলার সুযোগ অনেক কম আসে। তাই যতটুকু সুযোগ পাচ্ছি, সেটাকে কাজে লাগাতে চাই। ঘরোয়াতে আমরা অনেক ম্যাচ খেলি। সেই আত্মবিশ্বাস আমাদের এখানে কাজে লাগবে।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের সেই জয় আত্মবিশ্বাস দেবে এবার জানিয়ে সফরকারী অধিনায়ক আরো বলেন,, ‘চট্টগ্রামের ওই ফলাফল আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা একবারই খেলেছি, সেটাই জিতেছি। স্বাভাবিকভাবেই আমরা এটা নিয়ে গর্বিত। আমরা ঢাকাতেও ইতিবাচক মনোভাব নিয়েই খেলব। রশিদ আমাদের সেরা ক্রিকেটার। তাকে ছাড়া খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। কিন্তু আমার মনে হয় যারা দলে আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে।’
আগামি ১৪ জুন থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের টেস্ট সিরিজ। একমাত্র টেস্ট খেলেই আফগানরা ফিরে যাবে। ঈদের পর এসে খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post