স্পোর্টস ডেস্কঃ রহমানউল্লাহ গুরবাজের সামনে এবার টেস্ট খেলার হাতছানি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে এই কিপার-ব্যাটারকে। আবু ধাবিতে আগামী বুধবার শুরু টেস্টের জন্য সোমবার ১৬ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দল থেকে চোটের কারণে নেই ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম। দলে ফিরেছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মোহাম্মদ ইব্রাহিম। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার খলিল গুরবাজও।
আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমাত শাহ, ইকরাম আলিখিল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নুর আলি জাদরান, আব্দুল মালিক, বশির শাহ, নাসির জামাল, করিম জানাত, খলিল গুরবাজ, জাহির খান, জিয়া-উর রহমান, নিজাত মাসুদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই ও নাভিদ জাদরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post