স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে লিটন কুমার দাসের দল।
এশিয়া কাপে সুপার ফোরে খেলার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষায় থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের দিকে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য সুপার ফোরের সম্ভাবনা বেড়ে যাবে।
সংযুক্ত আরব-আমিরাতে আগে ব্যাট করা বাংলাদেশ ১৫৪ রান তুলেছিলো তানজীদ তামিমের হাফ সেঞ্চুরিতে। জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তান নাসুম-মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে গুটিয়ে গেছে।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ তানজীদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ১৪৫ রান তুলে। দুই ওপেনার সাইফ হাসান ও তানজীদ তামিমের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতেই ৬৩ রান তুলে। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে সাইফের বিদায়ে ভাঙে সেই জুটি। দুই চার ও এক ছক্কায় ২৮ বলে ৩০ রান করেন সাইফ। হাফ সেঞ্চুরিয়ান তামিম ৫২ রান করেন ৩১ বলে। চার চার ও তিন ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়া ২৬ রান করেছেন হৃদয়।
আফগানিস্তানের হয়ে নুর ও রশিদ ২টি করে উইকেট লাভ করেছেন।
১৫৫ রানের টার্গেটে খেলতে নামা আফগানিস্তান ইনিংসের শেষ বলে অলআউট হয় ১৪৬ রানে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন গুরবাজ। ৩১ বলের ইনিংসে দু’টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেছেন ওমরজাই।
বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা নাসুম, তাসকিন ও রশিদ ২টি করে এবং মুস্তাফিজ ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































