স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়ল ভারত। রোববার জয়ের ডাবল হ্যাটট্রিক করল রোহিত শর্মার দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের সামনে ২৩০ রানের লক্ষ্য হয়ে যায় পাহাড়সম। লখনৌতে তারা অলআউট মাত্র ১২৯ রানে। হারের ব্যবধানটা ১০০ রানের।
দারুণ এই জয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিতের দিনে বিশ্বকাপের প্রথম পর্ব বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। টানা চতুর্থসহ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রান তাড়া করতে নেমে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন দাভিদ মালান ও জনি বেয়ারস্টো। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ১৭ বলে ১৬ রান করা মালান।
পরের বলে আউট হয়েছেন জো রুট। বুমরাহর দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি রানের খাতা খুলতে না পারা রুট। চারে নামলেও সুবিধা করতে পারেননি বেন স্টোকস। রান তোলার চাপে পড়া বাঁহাতি এই ব্যাটার মোহাম্মদ শামির স্কিড করা ডেলিভারিতে বোল্ড হয়েছেন। এদিন ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টোকস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর বেয়ারস্টোকে ফিরিয়েছেন শামি। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ১৪ রান করা বেয়ারস্টো।
৩৯ রানে ৪ উইকেট হারানোর পর জস বাটলার ও মঈন আলীর হাতে সুযোগ ছিল ইংল্যান্ডকে টেনে তোলার। তবে সেটি করতে পারেননি তাদের দুজনের কেউই। কুলদীপ যাদবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১০ রান করা বোল্ড। শামির লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৫ রান করেছেন মঈন। লিয়াম লিভিংস্টোন ২৭ রানে ফিরলে স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের। শেষ দিকে ডেভিড উইলির অপরাজিত ১৬ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের হয়ে শামি চারটি এবং বুমরাহ তিনটি উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ঝড়ো শুরু করেন। কিন্তু অপর পাশের শুভমান গিল (৯), দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি (০) ও শ্রেয়াস আয়ার (৪) ব্যর্থ হয়ে ফিরে যান। ভারত ৪০ রানে হারায় ৩ উইকেট। পাঁচে নামা কেএল রাহুলকে নিয়ে ওই ধাক্কা সামাল দেন ওপেনার ও অধিনায়ক রোহিত। তারা ৯১ রান যোগ করেন। রাহুল ফিরে যান ৫৮ বলে ৩৯ রান করে। তিনটি চার মারেন তিনি।
অন্য প্রান্তে থাকা রোহিত লড়াই করেও ১০১ বলে ৮৭ রান করে আউট হন। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কা আসে। পরে সূর্যকুমার যাদব খেলেন ৪৭ বলে ৪৯ রানের কার্যকরী ইনিংস। তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। শেষে জাসপ্রিত বুমরাহ ১৬ রান করলে দুইশ’ রান ছাড়ায় ভারত। ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি ১০ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ক্রিস ওকস ও আদিল রশিদ নিয়েছেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post