স্পোর্টস ডেস্ক:: ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিন। গাজা এখন ধ্বংসের নগরী। খাদ্যের অভাবে প্রতিদিনই হাহাকার গাজায়। পৌঁছাচ্ছে না ত্রাণ ও মানবিক সহযোগিতা। এমন অবস্থায় ইসরায়েলের বিপক্ষে খেলতে হবে নরওয়েকে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে দুই দল।
তবে নরওয়ে ফুটবল ফেডারেশন দারুণ এক উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল ম্যাচের সব আয় ফিলিস্তিনকে দান করা হব। দেশটির ফুটবল ফেডারেশন এক বিতৃতি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় মানবিক বিপর্যয়ের শিকার হওয়া মানুষদের দেখে তারা ‘নিশ্চুপ থাকতে পারে না।’ তারা সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লভ্যাংশ গাজার মানুষদের সাহায্যের।
সূচি অনুযায়ী অসলোয় আগামী ১১ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। ইসরায়েল ম্যাচের আয় দানের বিষয়টি নিশ্চিত করে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যে একতরফা ভয়াবহ আক্রমণ চলছে এবং তাতে মানবিক বিপর্যয় দেখে আমরা কিংবা আমাদের সংগঠন চুপ করে থাকতে পারে না। গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে আমরা দান করতে চাই।’
যে মাঠে মুখোমুখি হবে দুই দল, সেই মাঠের আসন সংখ্যা ২৬ হাজার। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তিন হাজার কম টিকিট ছাড়া হবে। নরওয়েল এমন ঘোষণার পর প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। বিবৃতিতে নরওয়ের প্রতি বলা হয়, ‘নিশ্চিত করুন অর্থটা যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে কিংবা তিমি শিকারে ব্যয় না হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০