স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে নতুন এক রেকর্ড গড়েছেন শাহীন আফ্রিদি। এক ওভারে ৪ উইকেট শিকার করেন সেই রেকর্ডে নাম লিখিয়েছেন পাকিস্তানের তারকা পেসার। শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়েন আফ্রিদি।
ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয়েছিল শাহীন আফ্রিদির দল ন্যটিংহামশায়ার। যেখানে আগে ব্যাট করে বার্মিংহামকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিল ন্যটিংহামশায়ার। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে প্রথম ওভারে শাহীনের পেস তোপের মুখে পড়ে বার্মিংহাম।
শুরুতেই ওয়াইড বলের পাশাপাশি অতিরিক্ত ৪ রান দিয়ে মোট ৫ রান খরচ করেন আফ্রিদি। তবে ইনিংসের প্রথম বৈধ বলেই অ্যালেক্স ডেভিসের উইকেট তুলে নেন। দ্বিতীয় বলে ক্রিস বেঞ্জামিনকে ফেরান। একই ওভারের পঞ্চম ও ষষ্ট বলে যথাক্রমে তুলে নেন ড্যান মোসলে ও এড বার্নাডের উইকেট।
আর এক ওভারে এই চার উইকেট নিয়েই নতুন কীর্তি গড়েন আফ্রিদি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ইনিংসের একেবারে প্রথম ওভারেই চার উইকেট শিকার করার প্রথম এবং একমাত্র রেকর্ড এটি। এর আগে কোনো বোলার এমনটা করতে পারেননি।
শাহীনের এমন অসাধারণ রেকর্ডের পরও অবশ্য হেরেছে তার দল ন্যটিংহামশায়ার। ওপেনার রব ইয়াটসের ৬৫ রানের ইনিংসে ভর করে ইনিংসের ৫ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্মিংহাম বিয়ার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post