নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় হার দেখল সিলেট বিভাগ। মঙ্গলবার ঢাকা মেট্রোর বিপক্ষে ২৩ রানে হেরেছে জাকির হাসানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ১৬১ রান করে ঢাকা। জবাবে ৯ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারে নি স্বাগতিক সিলেট।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ঢাকা। মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখের ব্যাটে প্রথম উইকেট জুটিতে ৪৫ রান করে দলটি। মন্থর স্ট্রাইক রেটে ব্যাট করা রবিন খেলেন ২৩ বল, করেন ১৮ রান। বল হাতে সিলেটকে শুরুতে সাফল্য এনে দেন অভিজ্ঞ নাবিল সামাদ। নাঈম করেন ৩২ বলে ৩৬ রান। তাকে ফেরান আসাদউল্লাহ আল গালিব।
এরপর সাদমান ইসলাম ও আইচ মোল্লার জুটিতে বড় সংগ্রহ পায় ঢাকা। ৩২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন সাদমান। ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন আইচ। ৬টি চার ও ২ ছক্কায় ইনিংস সাজান তিনি। সাদমানকে ফেরান এবাদত হোসেন। সিলেটের আরেক পেসার খালেদ আহমেদ এদিন ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে ৪৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন এই বোলার।
রান তাড়ায় সিলেট শুরুটা তেমন ভালো পায় নি। মুবিন আহমেদ ও জাকির হাসানের জুটিতে আসে ২৯ রান। সিলেটের অধিনায়ক জাকির এই ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। ২১ বলে করেন ১৯ রান। ২৩ বলে ২৪ রান করেন খালিদ হাসান। আগের ম্যাচে ফিফটি হাঁকানো আসাদউল্লাহ আল গালিব ও অমিত হাসান আজ ইনিংস বড় করতে পারেন নি। ১৬ বলে ২৪ রান করেন অমিত। গালিবের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৩ রান। শেষদিকে রেজাউর রহমান রাজার ১১ বলে ১৭ রান শুধু সিলেটের হারের ব্যবধান কমিয়েছে। ঢাকার হয়ে ৩ উইকেট শিকার করেন শহিদুল ইসলাম। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও মারুফ মৃধা।
চলতি এনসিএলে ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে জাকির হাসানের সিলেট। আসরের প্রথম ম্যাচে খেলতে পারে নি তারা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল ম্যাচটি। ৪ ম্যাচ শেষে ১ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে সিলেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000