স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ ৯ জন নিয়ে খেলল অস্ট্রেলিয়া। প্রথমে নামিবিয়ার বিপক্ষে ৯ জন নিয়ে হেসেখেলে জিতলেও এবার আর পেরে ওঠেনি অজিরা। সে ম্যাচের মতোই কোচ ও নির্বাচকেরা ঘুরিয়ে ফিরিয়ে বদলি ফিল্ডারের কাজ সেরেছেন। প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে সে দায়িত্বে ছিলেন সহকারী কোচ ব্র্যাড হজ ও আন্দ্রে বরোভেক।
গত রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৩৫ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ত্রিনিদাদে আগে ব্যাট করে স্বাগতিক উইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে জমা করে ২৫৭ রান। নিকোলাস পুরান ৫ চার ও ৮ ছক্কায় করেছেন ২৫ বলে ৭৫ রান। অধিনায়ক রোভম্যান পাওয়েলের ২৫ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা। ১৮ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে শেরফ্যান রাদারফোর্ডও মেরেছেন ৪টি করে চার ও ছক্কা। অজি বোলার অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার ছিলেন বেশ খরুচে। তাঁরা নিজেদের ৮ ওভারে দেন ১২০ রান। ৫৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন জশ হ্যাজলউড, নাথান এলিস দেন ৪২ রান।
জবাব দিতে নেমে ৬ ওভারের মধ্যেই ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার ও মিচেল মার্শকে হারিয়ে কার্যত লড়াই থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার আউট হন শামার জোসেফের বলে। অ্যাগার ৪ চার ও ২ ছক্কায় ১৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন। চারে নামা জশ ইংলিস ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৫৫ রান, ইনিংসে সেটিই সর্বোচ্চ। এরপর ডেভিডের ১২ বলে ২৫, ম্যাথু ওয়েডের ১৪ বলে ২৫ ও এলিসের ২২ বলে ৩৯ রানের ইনিংস ব্যবধান কমিয়েছে। আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি নেন ২টি করে উইকেট। আগামী ২ জুন গায়ানার প্রভিডেন্সে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে উইন্ডিজ। আর অজিদের প্রথম ম্যাচ ওমানের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post