স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে জয়রথ অব্যাহত রয়েছে পিএসজির। আগের ম্যাচে নিষ্প্রভ থাকা কিলিয়ান এমবাপে গতরাতে খুঁজে পেয়েছেন নিজেকে। করেছেন হ্যাটট্রিক। তাতে রেইমসকে ৩-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের লিগ ওয়ানে ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১৩টি।
ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই কাছ থেকে নিচু ভলিতে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রথমার্ধে এই গোলেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। ফ্রেঞ্চ এই তারকা ব্যবধান দ্বিগুণ করেন ৫৯তম মিনিটে। প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি। ৮২তম মিনিটে ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে।
বিশ্বকাপ জয়ী এই ফরাসি ফরোয়ার্ড ক্যারিয়ারের ষোলোতম হ্যাটট্রিক পেলেন এই ম্যচে। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে ১৩ গোল করেছেন এমবাপে। তিনিই এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা। এই জয়ে ১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিসে। পিএসজির সমান ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রেইমস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post