স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আলো ছড়াচ্ছেন বিশ্বব্যাপী। গুরুত্বপূর্ন ম্যাচগুলোতে আম্পায়ারিং করছেন তিনি। এবার সুযোগ হলো আরেক বাংলাদেশী আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের।
বিসিবির আম্পায়ার মুকুল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। চির প্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করবেন মুকুল। দুবাইয়ে আগামি ১৪ সেপ্টেম্বর অনুষ্টিত হবে বিশ্ব ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচটি।
জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ টি-২০’র আম্পায়ারিং প্যানেলে সৈকতের পাশাপাশি মুকুলের নামও রেখেছে। বাংলাদেশের এই আম্পায়ার গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ পাচ্ছেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এশিয়া কাপে আগেও তিনি আম্পায়ারিং করেছেন।
সৈকত বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিরিজে অনফিল্ড আম্পায়ার হিসেবে সুনাম কুড়িয়েছেন। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































