স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বললেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া-পাকিস্তান সিডনি টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন এই বাঁহাতি। এর আগে দিলেন ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। নতুন বছরের প্রথমদিনে এক সংবাদ সম্মেলনে ওয়ানডে থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন ওয়ার্নার।
বাঁহাতি ওপেনার ওয়ার্নার সর্বশেষ ওয়ানডে খেলে ফেলেছেন নভেম্বরে বিশ্বকাপ ফাইনালে। অবশ্য অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিতুল্য ক্রিকেটার জানিয়েছেন, দলের প্রয়োজন হলে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০২৫ সালে পাকিস্তানে আয়োজন হবে ৫০ ওভারের এই বৈশ্বিক আসর। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন ওয়ার্নার।
সিডনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার্নার বলেছেন, ‘অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। ব্যাপারটা আমি বিশ্বকাপজুড়েই বলে আসছিলাম। এর মধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ জিতলাম, যেটা অনেক বড় অর্জন। সুতরাং, আজ আমি দুটি সংস্করণ থেকেই অবসরের সিদ্ধান্ত নিচ্ছি, যা আমাকে বিশ্বজুড়ে লিগ খেলার এবং ওয়ানডে দলকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। সামনের দুই বছর আমি যদি ভালো ক্রিকেট খেলি এবং দলের কাউকে দরকার হয়, আমি থাকব।’
২০০৯ সালে ওয়ানডে অভিষেক হওয়া ওয়ার্নার এক যুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ম্যাচ। যেখানে ৪৫.৩০ গড়ে করেছেন ৬৯৩২ রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ সংস্করণে ২২টি সেঞ্চুরি আছে তাঁর। এছাড়া ৩৩টি হাফসেঞ্চুরির মালিক তিনি। গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি, ওয়ার্নার জিতেছেন দ্বিতীয়বার। বিশ্বকাপ জেতার মাস দুয়েকের মধ্যে এই ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post