স্পোর্টস ডেস্কঃ সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই ওপেনারের বিদায়ী টেস্ট জয়ে রাঙাল স্বাগতিকরা। শনিবার পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা। এতে শান মাসুদের পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল তারা।
৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে প্রথম ইনিংসের মতো তাদেরকে দ্বিতীয় ইনিংসে দলের হাল ধরতে দেননি নাথান লায়ন-প্যাট কামিন্সরা। চতুর্থ দিনের দলের খাতায় ৪২ রান যোগ করতেই লায়নের শিকার হয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামে তার ইনিংস।
রিজওয়ানের বিদায়ের দুই বল পরই কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন জামাল। ৪৭ বলে ১৮ রানে থামেন তিনি। এরপর হাসান আলীকে (৫) লায়ন বোল্ড করলে ১১৫ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে রিজওয়ানের ৮৮ ও জামালের ৮২ রানের কল্যাণে ৩১৩ রান তুলেছিল তারা।
অন্যদিকে প্রথম ইনিংসে ২৯৯ রান করা অজিদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১৩০ রান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাজিদ খানের বলে শুরুতেই এলবিডব্লিউ হন উসমান খাজা। ৬ বল মোকাবিলা করেও কোনো রান তুলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় উইকেটে সহজ জয় নিশ্চিত করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুজনই তুলে নেন ফিফটি। কিন্তু অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদের বলে আউট হন ওয়ার্নার।
৭৫ বলে ৫৭ রানে থামে ওয়ার্নারের শেষ টেস্টের ইনিংস। মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন। পাকিস্তানের প্রথম ইনিংসে ৮২ রান করেছিলেন এই সিরিজ দিয়ে টেস্টে অভিষিক্ত পেসার আমের জামাল। এরপর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জামাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post