স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা টাইগারদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই ফরম্যাটের দু’ট সিরিজ হবে।
বিসিবির প্রকাশতি সূচি অনুযায়ী আগামি ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। এক দিবসীয় ক্রিকেটের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবা-রাত্রিতর। সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২০ অক্টোবর। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৩ অক্টোবর।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-২০ সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর। একই মাঠে ২৮ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে। ৩১ অক্টোবর শেষ টি-২০ দিয়ে শেষ হবে সিরিজ। সবগুলো ম্যাচই হবে রাতের কৃত্তিম আলোয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০