স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামি নির্বাচনেও প্রার্থী হতে চান। ভবিষ্যতেও সভাপতি হয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাবেক এই অধিনায়ক। বর্তমানে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি পরিচালক হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সামনের নির্বাচনে তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হয়েছে। এরপরই বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে বোর্ডের নির্বাচনে অংশ নেবেন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তার জায়গায় বুলবুলকে সদস্য করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ এডহক কমিটিতে আশরাফুলকে সরিয়ে বুলবুলকে আনে।
এনিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। বুলবুলের জন্য এডহক কমিটিতে আশরাফুলকে বাদ নিয়ে সমালোচনার ঝড় উঠে। অনেকেই বলেন জোর করেই আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলকে আমিনুল ইসলাম বুলবুল জানান, আশরাফুল নিজ থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন তাকে সুযোগ দিতে।
এবার আশরাফুল নিজেও জানালেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটের ভালোর জন্যই তিনি তার জায়গায় বুলবুলকে দিয়েছেন। সাবেক এই অধিনায়ক মনে করেন, আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়ে আসলে ক্রিকেটেরই ভালো হবে। একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে আশরাফুল বলেন, ‘বুলবুল আসলে ক্রিকেটেরই ভালো হবে। তিনি আসবেন শুনে আমি বলেছি জলদি ব্যবস্থা করেন। আপনি আসেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০