নিজস্ব প্রতিবেদকঃ নানান জল্পনা-কল্পনা আর ধোঁয়াশার অবসান ঘটল। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা খেলছেন ফরচুন বরিশালের বিপক্ষে। হুইপ হওয়ায় মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাঁকে আশা করা হচ্ছিল। তাই খেলা, না খেলা নিয়ে অনেক গুঞ্জন শোনা যায়। তবে সব গুঞ্জন উড়ে গেল যখন মাশরাফী টস করতে নামেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি লড়াইয়ে নামছে সিলেট ও বরিশাল। ইতিমধ্যেই দুই দলের লড়াই শুরুর আগে হয়েছে টস।
সেই টস জিতেছেন সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল আগে ব্যাট করতে নামছে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, আরিফুল হক, সামিত প্যাটেল, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান, রায়ান বার্ল, বেনি হাওয়েল ও রিচার্ড এনরাভা।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ ইমরান, প্রীতম কুমার, দুনিথ ভেল্লালাগে, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post