স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাদ দিয়ে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ বেছে নিয়েছিলেন লিওনেল মেসি। গতকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ছিলেন এই মহাতারকা। পূর্ণ বিশ্রামের প্রতিফলন দেখালেন ইন্টার মায়ামির জার্সিতে।
মেজর লিগ সকারে (এমএলএস) রোববার ভোরে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দুটি গোলের পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। যার শুরুটা তিনি করেন ৩৯তম মিনিটে। স্বদেশী বালতাসার রদ্রিগেসের কাছ থেকে বল পেয়ে বক্সের একটু ভেতরে ঢুকে প্রকিপক্ষের দুইজনের মাঝ দিয়ে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।
৫২তম মিনিটে মেসির জাদুর ঝলক দেখে মায়ামির ভক্তরা। দারুণ এক এসিস্ট করেন আলবাকে। প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান সাবেক বার্সা তারকা আলবা। ৫৫ মিনিটে বক্সের মুখ থেকে নান্দনিক ভলিতে গোলকিপারকে অসহায় বানিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন লুই সুয়ারেজ। ৮৭তম মিনিটে মেসি গোলের জোড়া পূর্ণ করেন। এসিস্ট করেন আলবা। এটি ছিল তাঁর ২৬তম গোল। চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ৪৪টি গোল অবদান রয়েছে মেসির, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় কেবল এলএএফসি’র কার্লোস ভেলা এগিয়ে আছেন, যিনি ২০১৯ সালে ৪৯টি গোলে অবদান রেখেছেন। এই জয়ে ৩৩ ম্যাচে মায়ামির পয়েন্ট দাঁড়াল ৬২। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে তিনে রয়েছে সিনসিনাটি, আর চারে রয়েছে মায়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000