স্পোর্টস ডেস্কঃ ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়েছেন শুভমান গিল। ভারতের এই ওপেনার মাঠে ফিরতে প্রস্তুত। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে ভারতের তরুণকে। শনিবার আহমেদাবাদে মাঠে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে দিয়েই ফেরার প্রবল সম্ভবনা আছে গিলের।
শুক্রবার সংবাদ সম্মেলনে গিলের ব্যাপারে ইতিবাচক খবর দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জ্বরের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি গিল। পরে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনি। যথাযথ চিকিৎসার জন্য দলের সঙ্গে দিল্লি না গিয়ে চেন্নাইয়েই থেকে যান তিনি।
এরপর অবশ্য দলের সাথে আহমেদাবাদে যোগ দেন গিল। ম্যাচের আগের দিন অনুশীলনও করেছেন এই ওপেনার। গিলের ব্যাপারে অধিনায়ক রোহিত বলেন, ‘সে (গিল) মাঠে নামার জন্য ৯৯ ভাগ প্রস্তুত। বাকিটা আমরা আগামীকালকে (শনিবার) দেখব।’ এদিকে গিল ফিরলেও এখনো টিম কম্বিনেশন নিয়ে নিশ্চিত নয় রোহিত।
সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না। আমি এখনো পিচ দেখিনি। তবে যে কম্বিনেশনই দরকার হোক, আমরা সেটি নিয়েই খেলতে প্রস্তুত। দল হিসেবে এগিয়ে যাওয়ার জন্য এটিই আমাদের চ্যালেঞ্জ। যদি এক-দুইটি পরিবর্তন দরকার হয় তাহলে তাই করতে প্রস্তুত আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post