স্পোর্টস ডেস্ক:: বিসিবির আলোচিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গত কয়েকদিন সারা দেশে আলোচনার টেবিলে সবার উপরে ছিলো বোর্ডের নির্বাচন কেন্দ্রিক নানা ঘটনা। সরকার আর বিরোধী পক্ষ হয়ে যান ক্রিকেটাঙ্গণের দুই গ্রুপ।
অভিযোগ পাল্টা অভিযোগে, হুমকি-ধামকি, প্রার্থীতা প্রত্যাহার, নির্বাচন পিছিয়ে দেওয়া, আদালতে দৌড়ঝাপ শেষে অবশেষে আজ সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে ভোট গ্রহণ। একটা পক্ষ সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে নির্বাচন বন্ধে।
এতো সব বাঁধা পেরিয়ে সকাল থেকে শুরু হয়েছে আলোচিত সমালোচিত এই নির্বাচন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হবে সন্ধ্যা ছয়টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুজন সহসভাপতি। সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা রাত ৯টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০