স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে বড় হারের লজ্জা দিয়েছে ভারত। কলকাতায় রোববার বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। রান তাড়ায় মাত্র ৮৩ রানে শেষ হয়ে যায় প্রোটিয়ারা। ২৪৩ রানের রেকর্ডগড়া জয় পেয়েছে রোহিত শর্মার দল।
নিজের ৩৫তম জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পাশে বসেন বিরাট কোহলি। এর পিছনে ২৭৭ ইনিংস সময় লাগল তার। জন্মদিনে সেঞ্চুরি করা ৭ম ব্যাটার তিনি। আর সেটা বিশ্বকাপ মঞ্চে করা তৃতীয়। শচিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক বনে অপরাজিত থাকেন ১২১ বলে ১০১ রানে।
২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৪৫১তম ইনিংসে ৪৯তম সেঞ্চুরি করেন টেন্ডুলকার। প্রায় ১১ বছর পর ২৭৭ ইনিংসেই ভারতীয় কিংবদন্তির পাশে বসলেন কোহলি। এই সংস্করণে বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের নেই ৩৫ সেঞ্চুরি।
ভারতের ২৪৩ রানের রেকর্ড ব্যবধানে জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কার জিতলেন কোহলি। অবশ্য ভারতের জয়ে অন্যতম অবদান রবীন্দ্র জাদেজারও। ব্যাট হাতে ১৫ বলে ২৯ রানের ক্যামিওর পর বল হাতে এদিন পাঁচ উইকেট শিকার করেছেন জাড্ডু। কোহলির অমন সেঞ্চুরি না হলে হয়তো ম্যাচসেরার ইনিংসটা তার দখলেই যেত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post