নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের লিড লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ১৯ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১২ রানে।
প্রথম সেশনের বাকি অংশে কোনো বিপদ ঘটতে দেননি জাকির হাসান, মাহমুদুল হাসান জয়। ১০ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ১৯ রান। জাকির ১৪ ও জয় ৫ রানে অপরাজিত। ইনিংসের দ্বিতীয় ওভারেই কাইল জেমিসনকে জোড়া বাউন্ডারি মারেন জাকির। এরপর দুই ওপেনারই রয়েসয়ে পার করেন বাকি ৮ ওভার।
এর আগে সিলেট টেস্টে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনের সকালে টিম সাউদি ও কাইল জেমিসনের জুটিতে লিড নেয় কিউইরা। তবে তাদের লিড বেশি হয় নি। ৭ রানে এগিয়ে সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালে মুমিনুল হকের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জেমিসন। এরপর অধিনায়ক সাউদিকে বোল্ড করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাতে ৩১৭ রানে থামে নিউজিল্যান্ড।
জেমিসনের বিদায়ে ভাঙে সাউদির সঙ্গে ৫২ রানের জুটি। জমে যাওয়া এই জুটি ভাঙার পর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তিন বল পরই সাউদিকে বোল্ড করে দেন মুমিনুল। ৩ চারে ৬২ বলে ৩৫ রান করেন কিউই অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post