নিজস্ব প্রতিবেদকঃ বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা জাকির হাসান এখন খেলছেন জাতীয় দলে। গত মাসে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে রেকর্ড বইয়ে নাম লেখান বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। এদিকে সিলেট বিভাগীয় দলের আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক চলতি বিপিএলে ছড়াচ্ছেন দ্যুতি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতাচ্ছেন এই ডানহাতি। জাকির ও জাকের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন একসঙ্গে। সিলেট বিভাগের হয়েও এক সঙ্গে খেলেছেন জাতীয় ক্রিকেট লিগে। এবার জাতীয় দলেও জাকিরের এক সঙ্গে খেলার স্বপ্ন দেখছেন জাকের।
শুক্রবার সিলেটে অনুশীলন শেষে জাকের জানান, জাকিরই তাঁর বড় অনুপ্রেরণা; ‘জাকিরকে আমি অনেক বড় অনুপ্রেরণা হিসেবে মানি। আমারও ইচ্ছে আছে, যদি আমি নিজেকে সামনে প্রমাণ করতে পারি। ও সবসময়ই নিজেকে পুশ করে ভালো খেলার জন্য। এমনকি আমিও ওর কাছ থেকে পরামর্শ নেই। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলতেছি। ও আমাকে অনেক কিছুতে সাহায্য করে, ভালো ভালো পরামর্শ দেয়।’
জাকের জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও জাতীয় ক্রিকেট লিগের মত চলতি বিপিএলেও পারফর্ম করার চ্যালেঞ্জ জিততে চান। তিনি বলেন, ‘আমাদের মতো তরুণ ক্রিকেটারদের জন্য সবকিছুই চ্যালেঞ্জ। এনসিএলও চ্যালেঞ্জ, বিপিএলও চ্যালেঞ্জ। আমি সবসময়ই চ্যালেঞ্জ হিসেবে নেই। এই পারফরম্যান্সগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে সামনের দিকে এগিয়ে দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০































Discussion about this post