স্পোর্টস ডেস্কঃ ক্লাব ফুটবলের মৌসুম শেষ হওয়ার পরই, ফুটবলাররা এবার ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দল নিয়ে। বুধবার রাতে মাঠে নেমেছিল একাধিক হেভিওয়েট দল। যেখানে আলো ছড়িয়েছেন তারকা ফুটবলাররা। বেলজিয়ামের হয়ে কেভিন ডি ব্রুইনে, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হলান্ড পেয়েছেন গোলের দেখা।
প্রীতি ম্যাচে মন্টেনিগ্রোর বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম। আর সেই ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউরোপের অন্যতম হাইভোল্টেজ দলটি। প্রথমার্ধের আগ মূহুর্তে ৪৪তম মিনিটে বেলজিয়ামের হয়ে গোলের দেখা পান ডি ব্রুইনে। নিজের শততম ম্যাচ খেলতে নেমে গোলরক্ষকের বারে না থাকার সুযোগ নিয়ে দূর পাল্লার শটে গোল করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায়। মাত্র মিনিট দুয়েক আগে দশ জনের দলে পরিণত হওয়া মন্টেনিগ্রো ডি-বক্সের ভেতর জেরেমি ডকু ফাউল করে বসায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি লিয়ান্দ্রো ত্রোসার। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার আগে শনিবার লুক্সেমবার্গের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
সেই লুক্সেমবার্গের বিপক্ষে বুধবার রাতে ফ্রান্স নেমেছিল মাঠে। ইউরোর প্রস্তুতি হিসেবে সেই প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা। রান্দাল কোলো মুয়ানি ম্যাচের ৪৩তম মিনিটে প্রথম গোলের খাতা খুলেন। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সেখানে যোগ দেন জোনাথন ক্লাউস। আর ৮৫তম মিনিটে লুক্সেমবার্গের জালে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে। এই ম্যাচে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। রোববার কানাডার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ফ্রান্স।
এদিকে মাঠে নেমেছিল নরওয়ে। কসোভোর বিপক্ষে দলটি ৩-০ গোলে জিতেছে। আর তিনটি গোলই করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্লিং হলান্ড। যেটি কি-না তার ক্যারিয়ারের ২২তম হ্যাটট্রিক। প্রথমার্ধের ১৫তম মিনিট, দ্বিতীয়ার্ধের ৭০ ও ৭৫তম মিনিটে তিনটি গোল করেন হলান্ড। ইউরোতে জায়গা করে নিতে না পাওয়া নরওয়ে শনিবার ডেনমার্কের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

































Discussion about this post