নিজস্ব প্রতিবেদক:: একবার, দু’বার নয়, গুণে গুণে টানা পাঁচ বার বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে হারিয়ে টানা পাঁচবার লিগ শিরোপা জেতার অনন্য ‘রেকর্ড’ গড়লো কিংস শিবির।
ধনাঢ্য শিল্প গোষ্ঠীর মালিকানা ক্লাবটি দেশের ফুটবলে মোহামেডান-আবাহনীর রাজত্ব হটিয়েছে। লাল জার্সিধারী কিংসের রাজত্ব এখন লাল সবুজের ফুটবলে। শনিবার মোহামেডানকে ২-১ গোলে এবারের লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে কিংসরা।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলার দরিয়েলতন গোমেজের জোড়া গোল করে দলকে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন করালেন। মোহামেডান একটি গোল দিলেও হার এড়াতে পারেনি।
২০০৯ সালে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু বসুন্ধরা কিংসের। করপোরেট দলটি শুরু থেকে অঢেল টাকা ঢেলেছে। প্রতি মৌসুমেই গড়েছে শক্তিশালী দল। প্রতিবারই ফলও পেয়েছে। চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ঘরে ফিরেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post