স্পোর্টস ডেস্কঃ এখন পর্যন্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে দুই জায়ান্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, স্বাগতিক উইন্ডিজ ও আফগানিস্তানের সাথে খেলবে উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
প্রথম রাউন্ডের প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। ভেন্যুর ওপর ভিত্তি করে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে। যদি ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, তাহলে সুপার এইটে তাদের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। আর যদি রানার আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করে, তাহলে বাংলাদেশের ম্যাচের ভেন্যু হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের গ্রুপ:
গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
গ্রুপ ‘সি’- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post