নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সোমবার রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ১৩.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
শ্রীলঙ্কা, পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিমকে প্রশ্ন করা হয় বাংলাদেশ বেশি ভালো খেলছে নাকি নেদারল্যান্ডস খারাপ খেলছে? এমন প্রশ্নে অসন্তোষ জানিয়ে তামিম বলেন, ‘আপনার কাছে কী মনে হয়? এখানে ভালো খারাপ বলতে কিছু নেই। এই ফরম্যাটে ছোট বড় দল নেই। যে ভালো ক্রিকেট খেলবে সে জয়ী হবে।’
এদিকে ডাচদের বিপক্ষে বাংলাদেশ দল পূর্ণ শক্তি নিয়ে, জয়ের মানসিকতা নিয়ে খেলছে বলে কিছুটা সমালোচনা হচ্ছেই। সেই নিন্দুকদের থামিয়ে দিয়ে এই ওপেনার জানান, ‘সব ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পরট্যান্ট। প্রতিটিই আন্তর্জাতিক ম্যাচ। ছোট দল বড় দল ভেদাভেদ নেই। সব দলই টি-টোয়েন্টিতে সমান। যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে-ই জিতবে। সামনে এশিয়া কাপ। নিয়মিত আমরা ভালো খেলছি, এটা ধরে রাখলে ভালো হবে আর আত্মবিশ্বাসও বাড়বে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০