স্পোর্টস ডেসঃ মুম্বাই থেকে সরাসরি ঢাকা চলে আসেন সাকিব আল হাসান। যেখানে দলের বাকি সদস্যরা গেছেন কলকাতায়। বিশ্বকাপে দুই ম্যাচ কলকাতায় খেলবে বাংলাদেশ। তবে এই দুই ম্যাচের আগে টাইগার অধিনায়ক সাকিব ব্যক্তিগত অনুশীলনের জন্য ফিরে আসেন দেশে।
বুধবার দুপুরে সাকিবকে দেখা যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে। এখানে কোচ সালাউদ্দিনের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করতেই আসা তার। চলতি বিশ্বকাপে হাসছে না সাকিবের ব্যাট। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পান নি কোনো ফিফটির দেখা।
বাংলাদেশ আগামী ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। ঢাকা টু কলকাতা দূরত্ব বেশি নয়। ভ্রমণ ক্লান্তিও তাই বেশি হবে না। ২৮ অক্টোবর বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে। এর আগে সাকিব মিরপুর স্টেডিয়ামে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করবেন।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার; এই তিনদিন ঢাকায় অনুশীলন করে সাকিব ফিরবেন দলের ক্যাম্পে। তারই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) সকালে মিরপুরে আসেন তিনি। সকাল ৯টা ৭ মিনিটে সাকিব প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি।
টাইগার এই অধিনায়ক গতকাল কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও কথা রয়েছে ব্যাটিং অনুশীলন করার। এদিকে ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে সাকিবের পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়। ৪ ম্যাচ খেলে তিনি করেছেন মোটে ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অথচ গত বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ সাকিব ৬০৬ রান করেছিলেন সাকিব।
Discussion about this post