নিজস্ব প্রতিবেদকঃ দুয়ারে কড়া নাড়ছে হংকং চায়নার বিপক্ষে লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচ বৃহস্পতিবার মাঠে গড়াবে। এদিকে হংকং চায়নার মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছেন তারকা ফুটবলার সামিত সোম।
২৮ বছর বয়সী সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এ বছর তিনি মা-বাবার দেশ বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে একটি ম্যাচই খেলেছেন সামিত। গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটি ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
ঘরের মাঠে গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। এবার হংকংয়ের কাছে হারলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়া লড়াই থেকে বিদায়ের ঘণ্টা বাজবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন সোম। সেই ম্যাচের আগে দলের সঙ্গে একটি মাত্র অনুশীলন সেশন পাবেন তিনি। এদিকে দলের সাথে আগেই যোগ দিয়েছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০