নিজস্ব প্রতিবেদকঃ আগেই বিসিবি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল। আর গতকাল বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। আজ বিসিবির পরিচালক পদে এবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার গণমাধ্যমের সাথে আলাপচারিতাকালে নান্নু তার এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘চিন্তাভাবনা আগে থেকেই করে রেখেছিলাম (নির্বাচন করার)। আমাদের সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটেগরি সি। জানি না এই জায়গায় কী হবে। তবুও চিন্তাভাবনা ইতিবাচক নিয়ে রেখেছি। আশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন করব।’
পরিচালক হিসেবে নির্বাচিত হলে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে কাজ করার কথা এখনও চিন্তা করেননি নান্নু। তিনি বলেন, ‘এরকম (নির্বাচিত হলে লক্ষ্য) কোনো চিন্তাভাবনা… কারণ আমি তো অনেক দিন ধরে বিসিবিতে সম্পৃক্ত আছি। এখানে কোন জায়গায় কাজ করতে হবে, কোথায় আরও বেশি কিছু করতে হবে সেসব জানি। তাই এখানে নির্বাচিত হলে, সেই কাজগুলো করার সুযোগটা আরও বেশি থাকবে। সেভাবে চিন্তাভাবনা করেই এগোবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০