স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেটের এক বড় নাম আকরাম খান। অধিনায়ক থেকে ক্রিকেট বোর্ডের পরিচালক হন। ছিলেন ক্রিকেটের বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে। দীর্ঘ দিনের এই বোর্ড পরিচালককে এবার দেখা যাবে না ক্রিকেট বোর্ডে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল। আকরাম খানের ভাতিজা তিনি। নিজের ভাতিজা বোর্ডের নির্বাচনে আসায় বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান।
সোমবার সাংবাদিকদের আকরাম খান নিশ্চিত করেন তিনি বোর্ডের নির্বাচনে প্রার্থী হবেন না। এক পরিবার থেকে দু’জন বোর্ডে থাকা তার কাছে পছন্দের নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবারের নির্বাচেন সভাপতি পদ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তামিম ইকবালের পাশাপাশি বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সভাপতি ফারুক আহমদের নাম শুনা যাচ্ছে।
এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এরপরই গুঞ্জন উঠে আকরাম খানও পরিচালক পদে নির্বাচন করবেন। তবে এবার তিনি নিজেই সাফ জানিয়ে দিয়েছেন বোর্ডে আসছেন না।
আকরাম খান সাংবাদিকদের বলেন, তামিম নির্বাচন করছে দেখে আমি সরে দাঁড়িয়েছি। তামিম আমার ছেলের মতো। ওকে আমি কোলে নিয়েছি। এক পরিবার থেকে দুজন আমার দৃষ্টিতে ভালো দেখায় না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































