স্পোর্টস ডেস্ক:: টানা তিন জয় ক্রিস্টিয়ানো রোনাদোর পর্তুগালের। ৩-০ গোলের জয়ে তিনে তিন পূর্ণ করলো পর্তুগিজরা। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়াকে উড়িয়ে দিয়েছে রবের্তো মার্তিনেসের দল।
ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে ডি সিলভার এক গোলে বসনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তিন ম্যাচ খেলা দলটি তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘জি’ গ্রুপের শীর্ষেই আছে।
ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত পর্তুগাল আধিপত্য বিস্তার করেই খেলে। র্যাঙ্কিং এবং পারফরম্যান্স বিবেচনায় বসনিয়ার পেরে উঠার কথা ছিলো না। শেষ কয়েক ম্যাচ থেকে জয়ও পাচ্ছে না দলটি। পর্তুগালের বিপক্ষে তাই কোনো সুযোগই পায়নি বসিনয়া। ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
ম্যাচের প্রথমার্ধেই বার্নান্দো ডি সিলভা পর্তুগালকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে অর্থাৎ ৪৪তম মিনিটে করা তার গোলেই পর্তুগাল লিড নেয় ১-০ গোলের। পিছিয়ে পড়া বসনিয়া প্রথমার্ধে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। এগিয়ে থেকেই বিরতিতে যায় সিআর সেভেনের দল।
বিরতির পর ব্রুনো ফার্নান্দেজের ঝলকে বসনিয়ার আর ম্যাচে ফেরা হয়নি। ৭৭তম মিনিটে নিজের প্রথম এবং ম্যাচের দ্বিতীয় গোলটি করেন এই তারকা। ২-০ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ করে পর্তুগাল।
অতিরিক্ত সময়ে ফার্নান্দেজ নিজের জোড়া গোল পূর্ণ করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় পর্তুগালের। সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো হেডে একটি গোল করেছিলেন। যদিও অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post