স্পোর্টস ডেস্কঃ দাপুটে ফুটবল খেলে দক্ষিণ কোরিয়ায় বড় জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করে আগামী বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল কার্লো আনচেলত্তির দল। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়রও।
ম্যাচের ১৩ মিনিটেই ব্রুনো গুইমারেসের রক্ষণচেরা পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন উঠতি তারকা এস্তেভাও। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ভিনিসিয়ুস ও কাসেমিরোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দর্শনীয় এক শটে কোরিয়ার জালে বল জড়ান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র দুই মিনিটের ঝড়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দক্ষিণ কোরিয়া। ৪৭ মিনিটে স্বাগতিক রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান এস্তেভাও। এর ঠিক দুই মিনিট পর ভিনিসিয়ুসের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৪-০ গোলের লিড নিশ্চিত করেন রদ্রিগো।
ম্যাচের ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ভিনিসিয়ুস। ম্যাথুস কুনহার লম্বা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে তিনি ব্রাজিলের বিশাল জয় নিশ্চিত করেন। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ পিছিয়ে থাকা কোরিয়া এদিন মাঠের লড়াইয়ে ব্রাজিলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রতিপক্ষের রক্ষণে তেমন ভীতি ছড়াতে পারে নি এশিয়ার দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/000