নিজস্ব প্রতিবেদক:: দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচস্তর জাতীয় লিগে মাঠ এবং ডাগ আউটে সিলেটীদের দাপট। জাতীয় লিগের আট দলের দু’টিতেই প্রধান কোচের দায়িত্বে আছেন সিলেটের সাবেক দুই জাতীয় তারকা রাজিন সালেহ ও নাজমুল হোসেন। লাল সবুজের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে দু’জনেই এখন কোচিং ক্যারিয়ারকে ক্রমেই সৃমদ্ধ করে চলছেন।
রাজিন সালেহ ও নাজমুল হোসেন জাতীয় লিগের টি-২০ ফরম্যাটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন মঙ্গলবার। নিজ শহর সিলেট বিভাগীয় দলের প্রধান কোচের দায়িত্ব আছেন রাজিন সালেহ। সাবেক গতি তারকা নাজমুল হোসেন ঢাকা মেট্রোর প্রধান কোচের দায়িত্বে আছেন।
নিজেদের মাঠে ডাগ আউটে এই দুই কোচের লড়াই ছিলো তা রোমাঞ্চকর। যে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেছেন নাজমুল হোসেন। সাবেক এই তারকা ক্রিকেটারের দল ঢাকা মেট্রো ২৩ রানের ব্যবধানে হারিয়েছে আরেক সাবেক তারকা ক্রিকেটার রাজিন সালেহর সিলেটকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে নাজমুলের ঢাকা মেট্রো ৩ উইকেটে ১৬১ রান তুলে। সাদমান আর আইচ মোল্লার হাফ সেঞ্চুরিতে নাজমুল সাবে সতীর্থ রাজিনকে ছুঁড়ে দেন চ্যালেঞ্জিং লক্ষ্য। রাজিনের সিলেট নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৩৮ রান তুলতে সমর্থ হয়। ফলে ২৩ রানের হার নিয়ে ছাড়তে হয় মাঠ।
খেলোয়াড়ী জীবন শেষে রাজিন সালেহ বিসিবিতে আছেন কোচিং পেশায়। বোর্ডের বিভিন্ন দলে ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করছেন তিনি। সাবেক পেস তারকা নাজমুল হোসেন সিলেট বিভাগীয় কোচ হিসেবে কাজ করছেন বিসিবিতে। বিভাগের পাশাপাশি বিসিবির বিভিন্ন দলেও কাজ করছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০