নিজস্ব প্রতিবেদক:
চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন মঈন আলী। এর আগেও বিপিএলে কয়েকবার খেলে গেছেন তিনি। তবে এবারই প্রথম খেলছেন শ্বশুরবাড়ির অঞ্চল সিলেটের হয়ে। আজ (১০ জানুয়ারি) বিশ্রামের দিনে টিম হোটেলে সিলেটের হয়ে খেলা, বিপিএলের অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা করেছেন মঈন।
ক্রিকেটের বাইরে বাংলাদেশের সঙ্গে মঈনের সম্পর্কটা বেশ আত্মিক। তাঁর স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে হওয়ায় এ দেশের মানুষের কাছে তিনি ‘সিলেটি জামাই’ হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই বাংলাদেশি বন্ধু-বান্ধবদের সাথে বড় হওয়ায় ‘দুলাভাই’ বা ‘জামাই’ ডাকগুলো তাঁর কাছে খুব চেনা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মঈন বলেন, ‘সিলেটে খেলতে আমার আলাদা ভালো লাগা কাজ করে। এখানকার মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। সেই টানেই বারবার বাংলাদেশে ফিরে আসতে আমার ভালো লাগে।’






























