স্পোর্টস ডেস্কঃ চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন দ্য ওভালের ভারত ও অস্ট্রেলিয়ার লড়াইয়ের দিকে। ফাইনালে তুলনামূলকভাবে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়াই। টানা দুই আসরেই ফাইনাল খেলতে নামা ভারত বিক্ষিপ্ত কিছু সফলতা ছাড়া, তেমন কিছু করে দেখাতে পারছে না।
ফাইনালে ভারত দলের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও সমালোচনা চলছে। এতে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনা করা হচ্ছে বিশেষভাবে। পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলি তো এবার বলেই দিলেন, ক্রিকেটার হিসেবে দ্রাবিড় কিংবদন্তি হলেও, কোচ হিসেবে জিরো।
বাসিত আলি বলেন, ‘দ্রাবিড়ের সমালোচনা করে বাসিত আলি বলেন, ‘রাহুল দ্রাবিড়ের অনেক বড় ভক্ত আমি। সবসময়ই ছিলাম ও থাকব। দুর্দান্ত ক্রিকেটার ছিল, সে একজন কিংবদন্তি। কিন্তু কোচ হিসেবে সে একদমই জিরো।’
‘ভারতে আপনার টার্নিং উইকেট বানিয়েছেন। স্রেফ এই প্রশ্নের উত্তর দিন, অস্ট্রেলিয়াতে গিয়ে কি এরকইরকম উইকেট পেয়েছেন? ওখানে বাউন্সি উইকেট ছিল, তাই না? কে জানে, সে আসলে কী ভাবছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post