স্পোর্টস ডেস্কঃ গত আগাস্ট থেকেই মাঠের বাইরে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। আর গত ডিসেম্বরে একই ধরনের চোট (এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল) পেয়ে ছিটকে যান অস্ট্রিয়ার ডেভিড আলাবা।
ফলে অনেকেই ধারণা করেছিল জানুয়ারিতে নতুন ডিফেন্ডার চুক্তিভুক্ত করতে পারে রিয়াল। তবে দলটির কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, এই ট্রান্সফার উইন্ডোতে কোনো ডিফেন্ডার দলে টানবেন না তারা। যদিও আগে তিনি জানিয়েছিলেন নতুন ডিফেন্ডার দলে নিতে চান। তবে মঙ্গলবার আনচেলত্তি বিষয়টি পানি ঢেলে দিলেন!
রিয়াল কোচ বলেন, ‘এই মুহূর্তে, আরেক জন সেন্টার-ব্যাক দলে নেওয়ার বিষয়ে আমরা ভাবছি না। দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ঘাটতি আছে, তবে দলে আরও দুইজন আছে যাদের ওপর আমাদের বিশ্বাস আছে, নাচো ও রুডিগার। এছাড়া দুজন আছে, যারা এই পজিশনে খেলতে পারে, তারা হলো চুয়ামেনি ও কারভাহাল। তাই, এই পজিশনে নতুন কাউকে দলে আনার বিষয়টি বিবেচনায় নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

































Discussion about this post