স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। টানা দুই ম্যাচে জয়হীন থাকল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গত মার্চে পেরুকে ২-০ গোলে হারিয়ে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় হান্স ফ্লিকের দল। এবার তারা হারতে হারতে ড্র করল ইউক্রেনের বিপক্ষে।
গতরাতে নিজেদের মাঠে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি ছিল জার্মানির হাজারতম ম্যাচ। সেই ম্যাচটি শেষের রোমাঞ্চে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ব্রেমেন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় জার্মানরা। বক্সের ভেতর থেকে মারিয়াস উলফের শটে বল ফুলক্রুগের পায়ে লেগে জালে জড়ায়।
১৮তম মিনিটে সমতা ফেরে ইউক্রেন। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ভিক্টর শিয়ানকভ। যদিও শুরুতে সেটি অফসাইডে বাতিলের সম্ভাবনা জেগেছিল, পরে ভিএআরের কল্যাণে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।
২তম মিনিটের জার্মান দর্শকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় ইউক্রেন। মিডফিল্ডার মাদ্রিচের দুর্বল শট নিলেও, সেটি জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বিরতির পর আবার এগিয়ে যায় ইউক্রেনীয়রা। প্রতিপক্ষের ভুলে গোলের জোড়া পূর্ণ করেন শিয়ানকভ।
৫৬তম মিনিটে নিজেদের মারাত্মক ভুলে জার্মানির ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে যায়। সতীর্থের ব্যাক-পাস বক্সে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন মাথিয়াস গিন্টার। গোলরক্ষক কেভিন ট্রাপ সামনে এগিয়ে যাওয়ায় ফাঁকা জালে বল পাঠান জিরোনার ২৫ বছর বয়সী ফরোয়ার্ড শিয়ানকভ।
৮৩তম মিনিটে জার্মানদের হয়ে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে বদলি নামা কাই হাভার্টজ। রুডিগারের উঁচু করে বাড়ানো বল হেডে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান তিনি। এরপর নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতেই পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে সফল স্পট কিকে সমতা টানেন জসুয়া কিমিচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post